মিশ্র প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২১:৩০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৯:১১

প্রভাত ফেরী: বুধবার ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান দুই শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।
এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৬২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৯২ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭৫টির।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট কমে ২০ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে।
বিষয়: শেয়ারবাজার
আপনার মূল্যবান মতামত দিন: