আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২২ ০১:৩০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

প্রভাত ফেরী: ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার স্বাভাবিক রয়েছে।
অপরদিকে বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া কাস্টমস ও বন্দর কার্যক্রম স্বাভাবিক আছে বলেও কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, প্রজাতন্ত্র দিবসের কারণে ভারতে বুধবার সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ অংশে আখাউড়া বন্দরে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম অব্যাহত আছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, প্রজাতন্ত্র দিবসে দু-দেশের বাণিজ্য বন্ধ থাকলেও প্রতিদিনের মতো পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: