প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি শুরু


প্রকাশিত:
২৩ জুলাই ২০২২ ০১:২৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:০১

 

ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি শুরু করেছে। গত রোববার সরকার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকায় নির্ধারণ করে।


বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দামে তেল বিক্রির তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে সরকার গত রোববার প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতজাত সয়াবিন তেল ১৮৫, পামতেল লিটার প্রতি ১৫২ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকায় নির্ধারণ করে। সেটি বৃহস্পতিবার থেকে কার্যকর হলো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top