বড় খরচে ছোট ছোট সেতু নির্মাণ করবে সরকার
প্রকাশিত:
৭ মার্চ ২০১৯ ০৫:৫০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:১১

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট সেতু নির্মাণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১ হাজার ৯৮৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে ৬১ জেলার ২৫৭টি উপজেলায় ৩৪০টি সেতু নির্মাণ করা হবে। এ ছাড়া ৬ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিবৃতি দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ’ শীর্ষক অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। এই প্রকল্পে সম্পূর্ণ সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়া বাকি জেলার উপজেলাগুলোতে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: