৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক


প্রকাশিত:
৮ মার্চ ২০১৯ ০৫:২১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:০৭

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক

ব্যাংকটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাচ-বাংলা ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।





ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকতা সগির আহমেদ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’ প্রসঙ্গত, বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে। যা অন্যান্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top