বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ান ব্যবসায়ীদের অর্থমন্ত্রীর আহবান
প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৮:৩২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগের জন্য কোরিয়ান ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত মঙ্গলবার কোরিয়ার সিওলে ১৫টি কোরিয়ান বিজনেস হাউজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ আহবান জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময়ী দেশ, এটি ব্যবসায়ের একটি বড় বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভাল ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসার এবং এ থেকে কোরিয়ান ব্যবসায়ীরা অতুলনীয় সুবিধা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী কোরিয়ার সিউলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং অপার সম্ভাবনার দেশ। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতে অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।
অর্থমন্ত্রী বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে তিনি তাদেরকে বাংলাদেশ সফর এবং নতুন উদ্যোগের সন্ধানের জন্য আমন্ত্রণ জানান। বৈঠকে অংশ নেওয়া কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলি অনুসন্ধান করতে এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: