২ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া শুরু করেছে সরকার: অর্থমন্ত্রী


প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ০৫:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:৫৫

২ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া শুরু করেছে সরকার: অর্থমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ঘোষণা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে গত ১ জুলাই হতে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



বুধবার ( অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান অর্থমন্ত্রী।



তিনি বলেন, চলতি অর্থবছরে বাজেটে ঘোষণা দেওয়া হয়েছিলো প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে পাঠানো টাকার বিপরীতে শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। নানা কারণে উদ্যোগ বাস্তবায়ন করতে কিছুটা সময় লেগেছে। তবে ঘোষণা অনুযায়ী সকল রেমিট্যান্স গ্রহণকারী সুবিধা পাবেন। এতে রেমিট্যান্স যিনি পাঠাচ্ছেন এবং যিনি গ্রহণ করছেন কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।



তিনি আরও বলেন, গত তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছে তাদের সে ক্লেমটা রয়েছে। তারাও শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। সিস্টেমটি পুরোপুরি চালু হতে হয়তো দু-একদিন সময় লাগতে পারে। তারপরও সারা বিশ্বে আমাদের রেমিট্যান্স আহরণে যেসব এজেন্সি কাজ করে এটি কার্যকরের জন্য তাদের আমরা বিষয়টি অবহিত করেছি। তারা যেনো এটি বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না করে।



তিনি আরো জানান, যিনি রেমিট্যান্স তুলবেন তিনি একবারে ১৫০০ ডলার পর্যন্ত তুলতে পারবেন কোনো তথ্য ছাড়াই। এই সংখ্যার চেয়ে পরিমাণে বেশি হলে পাসপোর্টের ফটোকপি কিংবা ভোটার আইডি কার্ডসহ অন্যান্য তথ্য দিতে হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top