বাজার পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই’র সঙ্গে বৈঠকে চার মন্ত্রণালয়


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০২:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:৫২

বাজার পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই’র সঙ্গে বৈঠকে চার মন্ত্রণালয়

প্রভাত ফেরী ডেস্ক: চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রবিবার (২৪ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে এফবিসিসিআই’র ভবনে এই বৈঠক চলছে।



রোববার দুপুর পৌনে ১টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক শুরু হয়েছে।



এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিমের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, শিল্প ও কৃষি সচিব, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং ব্যবসায়ীরা উপস্থিত আছেন।



উল্লেখ্য, ভারত হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বেড়েছে পেঁয়াজের মূল্য, যা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার গুজবে মূল্য বেড়ে ৩৫ টাকার লবণ ১০০ টাকায়ও বিক্রি হয়। পরিবহন ধর্মঘটের অজুহাতে পর্যাপ্ত মজুত থাকার পরেও কয়েক দিন ধরে চালের মূল্যও কিছুটা বাড়তির দিকে। সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় এই তিনটি পণ্যসহ অন্যান্য পণ্যের মজুত সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top