আইসিসির সম্মেলন শুরু হবে ১০ ডিসেম্বর, রাষ্ট্রপতির উদ্বোধন
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ০৯:০৪
আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬

প্রভাত ফেরী ডেস্ক: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ ও বাংলাদেশে সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর উদ্বোধন করবেন বলেও জানায় সংগঠনটি।
মতিঝিলে ঢাকা চেম্বারের (ডিসিসিআই) অডিটোরিয়ামে আজ শনিবার (৭ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য এই সম্মেলন অগ্রনী ভূমিকা পালন করবে। এছাড়া, বাংলাদেশের ব্যবসায়ীদের উন্নয়নমূলক কর্মকান্ড সম্মেলনে প্রদর্শনী করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট উসামা তাসির, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: