ঈদে নতুন টাকার বাজার রমরমা


প্রকাশিত:
১৪ জুন ২০১৮ ১৪:২৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:০৭

ঈদে নতুন টাকার বাজার  রমরমা

ঈদ উপলক্ষে ঝকঝকে চকচকে বিভিন্ন অঙ্কের নোট কিনতে সাধারণ মানুষ ঢাকার গুলিস্তানে ভিড় করছেন। 



সেখানে সারাদিন চলে নতুন টাকার বেচাকেনা।



নতুন টাকা ছোটদের ঈদি পাওয়ার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ছোটদের মুখে হাসি ফোটাতেই বড়রা কিনছেন দুই টাকা থেকে শুরু করে ১০০ টাকার টাকার বান্ডিল। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top