কনসাল জেনারেল, লস অ্যাঞ্জেলস, ইউএসএ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ পরিদর্শন
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:১৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:২৯

নির্মল পাল: আজ ১৯শে নভেম্বর ’১৭। ১৭ই নভেম্বর ছিল ইউনেস্কো কর্তৃক মহান একুশে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণার দিন। আগামী কাল ২০শে নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে আন্তর্জাতিক প্রতিষ্ঠার উদ্যোক্তা প্রয়াত রফিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। গতকাল ১৮ই নভেম্বর ছিল এমএলসি মুভমেন্টের পূর্ব ঘোষিত (পরবর্তীতে বাতিলকৃত)দশম বর্ষপূর্তির অনুষ্ঠান। একুশের বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের পথে প্যারিস, ঢাকা, ক্যানবেরা, সিডনী মিলিয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করতে গিয়ে আমাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় আমাদের কোন কিছুই আনুষ্ঠানিকতা পেল না।
কিন্তু তাতে নমঃ থুবায়ে নমঃ এর মত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” চত্বরে যাওয়ার মাধ্যমে মুক্ত বাতাস গ্রহণের সুযোগ করে দিল সুপ্রিয় বন্ধুবর জনাব প্রিয়তোষ সাহা। বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরুনোর পর ৩৫বছর পর এই প্রথম দেখা আমার আঙিনায়, আমাদের একুশের গৌরবমাখা অবদানের দর্শনার্থী হিসেবে। নিজেদের মাতৃভূমি বা বিশ্ববিদ্যালয় অথবা একই কর্মস্থল হওয়ার সুযোগে নয় বরং আমাদের সকলের গৌরবগাঁথা একুশের দীপ্ততার টানে। বর্তমানে কনসাল জেনারেল, লস অ্যাঞ্জেলস, ইউএসএ কর্মরত আমাদের গর্ব জনাব প্রিয়তোষ সাহা সুদূর সিডনীতে এসে ব্যস্ততার মাঝেও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” দর্শনের দায়িত্ব এড়াতে পারেনি। উল্লেখ্য এসময় ইউকে থেকে আগত একজন পর্যটক স্মৃতিসৌধ অবলোকন করতে দেখা যায়, এবং তিনি স্মৃতিসৌধ বিষয়ে অত্যন্ত প্রশংসনীয় মন্তব্য করেন।
দর্শন শেষে জনাব প্রিয়তোষ সাহা লস অ্যাঞ্জেলস, ইউএসএ বাঙালি অভিবাসীদের নিয়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” নির্মাণে উদ্যোগী হবেন বলে জানান। তাঁর এই ইচ্ছা বাস্তবায়নে আমরা আশাবাদী এবং কৃতজ্ঞ।
এই আয়োজনের জন্য সুপ্রিয় বন্ধুবর পরমেশ ভট্টাচার্যের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ফটোঃ হৃত্তিক ভট্টাচার্য
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: