সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সিডনীর এ্যাশফিল্ড পার্কে একুশে বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১০

এ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন  (ছবি: প্রভাত ফেরী)

প্রভাত ফেরী: 'একুশ' বাঙালী চেতনার কেন্দ্রবিন্দু, 'একুশ' আমাদের স্পর্ধিত সাহস। তাইতো স্বদেশের সীমানা পেরিয়ে সিডনীতেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত ২৩শে ফেব্রুয়ারি একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে এ্যাশফিল্ড পার্কের শহীদ মিনারে হলো ২২তম একুশে বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল সহযোগিতাকারী ছিলো অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত পত্রিকা “প্রভাত ফেরী”।

‘আমার ভাইয়ে রক্তে রাঙানো’ গানটি দিয়ে এ্যাশফিল্ড পার্কে একুশের প্রভাতফেরী শুরু হয় সকাল ৯টা ২২ মিনিটে। এতে উপস্থিত ছিলেন সিডনির প্রায় ২৩টি সংঠনের নেতাকর্মী ও সর্বসাধারণসহ প্রায় ৪০০ মানুষ। এতজন মানুষকে নিয়ে প্রভাতফেরীতে চারপাশের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। এরপর পরই শুরু হয় সিডনির প্রখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং শিশুদের পরিবেশনায় ক্রমান্বয়ে সঙ্গীত ও নৃত্য পরিবেশন। যা উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ যোগ করেছে।

এরপরে অস্ট্রেলিয়ায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম ও ডঃ স্বপন পাল যৌথভাবে বাংলাদেশ ও অস্ট্রলিয়ার জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের গুরুত্ব, কর্মতৎপরতা এবং অনাগত সময়ে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে যাঁরা একুশে একাডেমীর পক্ষে রক্তদান করেন তাদেরকে ফুল দিয়ে সন্মাননা জানান অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম।

মেলার মূল সহযোগিতাকারী প্রভাত ফেরীর সম্পাদিকা শ্রাবন্তী কাজী আশরাফী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে আরো সুন্দর করে মেলার আয়োজনের জন্য সহযোগিতার প্রতিজ্ঞা করেন।

এরপরে পটুয়া ও লেখক আশীষ বাবলুর পরিচালনায় শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বইমেলাতে একুশের মঞ্চে সিডনীস্থ ১০ জন কবি-সাহত্যিকের গ্রন্থের মোড়ক উম্মোচিত হয়। আগত দর্শকরা লেখকদের অভিনন্দন জানান এবং বইয়ের প্রসার কামনা করেন। মেলায় আহত দর্শকদের জন্য ছিলো একুশে একাডেমীর নিজস্ব শিল্পীদের পরিবেশনায় গান ও আবৃত্তি অনুষ্ঠান। সর্বশেষ আগামী বছর একুশে বইমেলার তারিখ (২১/০২/২১) ঘোষণা করেন আয়োজকরা। যা এবারের মত এ্যাশফিল্ড পার্কেই অনুষ্ঠিত হবে।


বিষয়: কমিউনিটি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top