সৈয়দ আশরাফ এখন হাটতে পারছেন


প্রকাশিত:
২৬ জুলাই ২০১৮ ০৪:০৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

সৈয়দ আশরাফ এখন হাটতে পারছেন

থাইল্যান্ডে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিছুটা সুস্থ। চিকিৎসক তাকে হাটতে বলেছেন। তাই তার সাথে থাকা ব্যক্তিগত সহযোগিদের নিয়ে হাটছেন তিনি।



 



গত ১৬ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামের সাথে থাইল্যান্ডে থাকা ছোট বোন রূপা নূরের পাঠানো ভিডিওতে তাকে সুস্থ দেখা যায়।



ভিডিওতে দেখা যায় তিনি লুঙ্গী, চেক শার্ট ও সেন্ডেল পরা অবস্থায় বসে ‘বন্ধে মায়া লাগাইছে। পিরিতি শিখাইছে । দিওয়ানা বানাইছে’ আধ্যাত্মিক গান শুনছেন। পা নাড়াচ্ছেন।



গত ৩ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সৈয়দ আশরাফ ব্যাংককে যান।



এ সময় তার সঙ্গে ছিলেন, ভাই সাফায়েতুল ইসলাম, বোন রাফিয়া নূর রুপা, ভাইয়ের স্ত্রী নাজমা ইসলাম ও তার ব্যক্তিগত সহকারী এসএম সাজ্জাদ হোসেন শাহীন।



সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে ফুসফুসে ইনফেকশনে ভুগছেন। যার কারণে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েছেন।



২০০৮ সালে জাতীয় নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আশরাফ।



২০১৬ সালের আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আশরাফ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৬ সালের কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফ।



১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে আশরাফের পিতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে হত্যার পর আশরাফ যুক্তরাজ্যে চলে যান এবং লন্ডনের হ্যামলেট টাওয়ারে বসবাস শুরু করেন। ১৯৯৬ সালে আশরাফ দেশে ফিরে আসেন এবং জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top