আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করছেন


প্রকাশিত:
২০ আগস্ট ২০১৮ ১৬:০২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করছেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার জন্য এবার আওয়ামী লীগ নেতাদের অনেকেই নিজ-নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। সারা বছর সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থেকে ঈদের সময় কাটাতে চান নির্বাচনী এলাকায়। যা আগামী দিনের নির্বাচনী প্রচারণা হিসেবে কাজে আসবে। 



এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও বেশি দিন বাকি নেই। ঈদকে ঘিরে জমে ওঠেছে নির্বাচনী রাজনীতি। যারা ঢাকায় ঈদ করবেন, তারাও ঈদের আগে ও পরে নিজ এলাকায় যাচ্ছেন।



খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করবেন। ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ পালন করবেন। কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন তিনি।



আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠিতে।



উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও ঈদ করবেন তার এলাকা ভোলায়। তিনিও ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।



ঢাকায় ঈদ করবেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির আরেক সদস্য মোজাফফর হোসেন পল্টু।



সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ঈদ করবেন ঢাকায় তার পরিবার নিয়ে। তিনি বলেন,‘আমি প্রতিবারই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ঈদ করি। এবারও ঢাকায় করব।’



ঈদ করে ঢাকায় ফিরবেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফরুল্লাহ। তিনি নির্বাচনী এলাকা ফরিদপুরে অবস্থান করছেন।



যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ পবিত্র হজ করতে সৌদি আরব গেছেন। তিনি সেখানেই ঈদ করবেন। আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে তিনি ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গেকুশল বিনিময় করবেন। আরেক যুগ্ম-সম্পাদক আবদুর রহমানও তার নির্বাচনী এলাকা ফরিদপুরে ঈদ করবেন।



সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন তার গ্রামের বাড়ি নেত্রকোনায় ঈদ করবেন। তিনি ব্রেকিংনিউজকে জানান, এলাকার মানুষের সঙ্গেই ঈদ করব।



শরীয়তপুরে ঈদ করবেন আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুলহক শামীম। আরেক সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম তার নির্বাচনী এলাকা মাদারীপুরে ঈদ করবেন।



আওয়ামী লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ তার নিজ এলাকা রাঙ্গুনিয়ায় ঈদ করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকপ্রকৌশলী আবদুস সবুরও নিজ এলাকা কুমিল্লায় ঈদ করবেন।



এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই তাদের নিজ নিজ নির্বাচনীএলাকায় ঈদ করবেন বলে জানা গেছে।



ব্রেকিংনিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top