শহিদুল আলমকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান টিউলিপের
প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৮ ১৩:৫১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
গত ৫ আগস্ট শহিদুল আলমকে গ্রেফতার করা হয়। টিউলিপ সিদ্দিক এ ঘটনাকে 'গভীরভাবে পীড়াদায়ক ও তার দ্রুত অবসান হওয়া উচিত' বলে মন্তব্য করেন।
টাইমস নাউ আরও জানায়, শহিদুল আলমকে কারাগার থেকে মুক্তি দেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে একই দাবিতে সোচ্চার নোবেল জয়ী, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, ব্যবসায়ীদের কাতারে সামিল হলেন টিউলিপ সিদ্দিক।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: