রিভা গাঙ্গুলি ঢাকায় ভারতীয় হাইকমিশনার


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৬:৩০

রিভা গাঙ্গুলি ঢাকায় ভারতীয় হাইকমিশনার

রিভা গাঙ্গুলি ঢাকায় ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রিভা গাঙ্গুলি দাশ। ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার সঙ্গে সঙ্গে রিভাকে ঢাকার দায়িত্ব দেয়া হতে পারে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।



বিশ্বের বিভিন্ন দেশে ভারতের কূটনীতিকদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। এরই প্রক্রিয়া হিসেবে রিভা গাঙ্গুলি ঢাকার দায়িত্ব পাচ্ছেন।



যুক্তরাষ্ট্রের বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত নাভতেজ স্বর্ণার চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের শেষ দিকে। সেখানে দায়িত্বে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা।



ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া রিভা গাঙ্গুলি ১৯৬১ সালে ভারতে জন্ম গ্রহণ করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বপালন করছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top