হঠাৎ সক্রিয় 'আসল বিএনপি'র নেতা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:২৪

হঠাৎ সক্রিয় 'আসল বিএনপি'র নেতা

বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশী ৩২০ জনের সাথে আলোচনা করেছেন দাবি করে কয়েক বছর পর ফের সক্রিয় হয়েছেন 'আসল বিএনপি'র নেতা কামরুল হাসান নাসিম। বিএনপি পুনর্গঠনের দাবিতে শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, 'বিএনপির নিয়ন্ত্রণ এখন তার হাতে।'



এদিকে, বেগম খালেদা জিয়া বন্দি হওয়ার সাত মাস পর সংবাদ সম্মেলন ডেকে এমন দাবি করা ওই নাসিমকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে আসছেন বিএনপি নেতারা। অচেনা নাসিম কয়েক বছর আগে ‘আসল বিএনপি’ নিয়ে সক্রিয় হয়ে ওঠার পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালেদা জিয়ার দলকে ভাঙতে এটা ‘সরকারের চক্রান্ত’।



খালেদাকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়ে নাসিম আরাে বলেন, আপনি আত্মশুদ্ধিতে চলে যান। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দল পুনর্গঠন করব। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার সাথে বসুন। জামায়াত ও দুষ্টু দলগুলো ছাড়ুন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top