ফার্মগেটে বাসে যৌন হেনস্তাকারীকে কলেজছাত্রীর চড়-থাপ্পড়, ভিডিও ভাইরাল


প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৮ ১১:২১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:৫৮

ফার্মগেটে বাসে যৌন হেনস্তাকারীকে কলেজছাত্রীর চড়-থাপ্পড়, ভিডিও ভাইরাল

রাজধানীর ফার্মগেট মোড়ে বাসে যৌন হয়রানির শিকার হয়েছন এক কলেজছাত্রী। আগে কেউ ইভটিজিং বা যৌন হেনস্থার শিকার হলে প্রতিবাদ করতে ভয় পেত তবে এখন সময় পাল্টেছে। তারাও প্রতিবাদ করছে। যার প্রমাণ দিলেন বাসে যৌন হয়রানির শিকার কলেজের পড়ুয়া ওই মেয়ে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।



আজ সকালে দিশারী পরিবহনের একটি বাসে এ ঘটনাটি ঘটেছ। ওই সময় বাসটিতে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জেবা সাজিদা মৌ। তিনিই ঘটনাটির ভিডিও ধারণ করেন। 


{video-on}

ভিডিওতে দেখা যায়, সেই কলেজছাত্রী তার পেছনের সিটের একজনের চুল ধরে টানছেন এবং বলছেন, পোলাপাইন ডেকে এনে মারবো, তুই এখন আমার কলেজের সামনে। এসময় বাসে লোকজন ওই লোকটাকে মেয়ের কাছে সরি বলতে বললে, ওই ছাত্রী জানায়, সরি আবার কী? সরি কিসের? 





 

এসময়, বাসের অনেককেই বলতে দেখা গেছে, সরি বলে ঐ লোককে মাফ করে দিতে। আবার কেউ কেউ গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কথা বলছেন। 



এসময় সেই হেনস্থাকারী বলেন, ‘আপনার গায়ে হাত গিয়েছে আপনি একবারো বলেছেন? সেই মেয়েটি বলে, আপনি গাড়িতে বসে লুচ্চামি করবেন, আর আমি আপনাকে বলবো। সবাই তখন সেই লোকটিকে ধমক দিলে একটা পর্যায়ে ছেলেটা বলে সে ঘুমিয়ে ছিল'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top