‘প্রধানমন্ত্রী সংকেত দিলেই বিএনপি ছেড়ে আ. লীগে যোগ দেওয়ার মিছিল হবে’
প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৮ ১০:২৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিলেই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার যে মিছিল শুরু হবে। তা সামাল দিতে পারবে না বিএনপি নেতারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
এ ছাড়া নির্বাচনে জেতার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত বিএনপি নালিশ করতে থাকবে বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশেও নালিশ করে, বিদেশিদের কাছেও নালিশ করে। এতে কিন্তু দেশ বড় হয় না। দলের চেয়ে কিন্তু দেশটা বড়। আমার বিশ্বাস, ভালো একটা ইলেকশন হবে। অহেতুক তারা এসব অভিযোগ আনছে। এখন তারা অভিযোগ আনবে। যতক্ষণ না জেতার গ্যারান্টি না পায়।’
এ ছাড়া আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তবে সুষ্ঠু নির্বাচনে বিএনপি জিততে পারবে না জেনেই সহিংসতার পথ বেছে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল ছোড়ার অভ্যাস ত্যাগ করার আহ্বান জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: