যে কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব করছে আ.লীগ
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৮ ০১:৫৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:০৫

কৌশলগত কারণে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- আরো খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে ধানমণ্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই ঐক্যফ্রণ্ট নির্বাচন থেকে সরে আসার পাঁয়তারা করছে। এদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হুমকি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বিএনপি।
দলীয় মনোনয়ন ফরম বিক্রির পর যাচাই- বাছাই শেষে, এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৩১ জনকে চিঠি দিয়ে প্রার্থীতার বিষয় চূড়ান্ত করা হয়েছে। তবে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও, সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন- কৌশলগত কারণে শরীকদলগুলোর আসন বণ্টনের সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে।
এ সময়, হেরে যাওয়ার আশঙ্কা থেকেই ঐক্যফ্রণ্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাঁয়তারা করছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ অভিযোগ করেন- হুমকি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বিএনপি।
সবদলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো সংশয় নেই বলেও জানান আওয়ামী লীগ নেতারা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: