খুলনায় গুলিতে মন্ত্রী নারায়ণের জামাই আহত


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৩১

খুলনায় গুলিতে মন্ত্রী নারায়ণের জামাই আহত

 



খুলনায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাই ও বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম প্রভাসচন্দ্র দত্ত (৫৫) আহত হয়েছেন।



শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রভাস চন্দ্র দত্ত বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।



স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে প্রভাস চন্দ্র দত্ত বাসায় ফেরেন। তিনি দরজা খুলে বাসার ভিতরে ঢোকার সময় অজ্ঞাত পরিচয় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা গুলির শব্দ শুনে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা প্রভাস চন্দ্রকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।



প্রতিবেশীরা জানান, এক বছর আগে প্রভাস চন্দ্রের স্ত্রী আত্মহত্যা করেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তারা কেউ বাড়িতে ছিলেন না।



খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, প্রভাস চন্দ্রকে তার ডান পাশের তলপেটে গুলি করা হয়েছে। অপারেশনের পর বর্তমানে তিনি আইসিইউতে আছেন।



মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান।



নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।’



খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনার পর থেকেই পুলিশের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’



তবে, তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বক্তব্য পাওয়া যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top