নির্বাচনে বিকল্পদের মধ্যে যাদের বেছে নিল আওয়ামী লীগ


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৮ ১৩:২৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:২৪

নির্বাচনে বিকল্পদের মধ্যে যাদের বেছে নিল আওয়ামী লীগ

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যেসব আসনে আওয়ামী লীগ বিকল্প প্রার্থী রেখেছিল, সেগুলোর সিংহভাগেই একজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে বিকল্প প্রার্থীরা সিংহভাগ ক্ষেত্রেই বাদ পড়েছেন। ১৭ জনের মধ্যে চূড়ান্ত মনোনয়ন জুটেছে কেবল চার জনের।



গত ২৫ থেকে ২৭ অক্টোবর আওয়ামী লীগ ২৬৬ আসনে প্রার্থী মনোনয়ন দেয়। তবে ১৭টি আসনে দেওয়া হয় একাধিক প্রার্থী। যাচাই বাছাইয়ের সময় আইনি জটিলতায় প্রার্থিতা টেকে কি না, এ নিয়ে সংশয় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাদের নিয়ে শঙ্কা ছিল, তাদের কারো প্রার্থিতা বাতিল হয়নি। আর বিকল্প ১৩ জনের মনোনয়ন জোটেনি।



বিকল্পকে বাদ দিয়ে যে ১৩ জন পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন



নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জনের হাতে উঠেছে মনোনয়নের চূড়ান্ত চিঠি। বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবদুল মালেক বাদ পড়েছেন।



নাটোর-১ আসনে মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম বকুল। বাদ পড়েছেন বিকল্প প্রার্থী রমজান আলী সরকার।



নড়াইল-১ আসনে মনোনয়ন পেয়েছেন বি এম কবিরুল হক মুক্তি। বাদ পড়েছেন বিকল্প প্রার্থী শরীফ নুরুল আম্বিয়া।



বরগুনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বাদ পড়েছেন বিকল্প জাহাঙ্গীর কবির।



পটুয়াখালী-২ আসনে মনোনয়ন পেয়েছেন আ স ম ফিরোজ। এখানে বিকল্প ছিলেন শামসুল হক রেজা।



টাঙ্গাইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর হাসান ওরফে ছোট মনির। বাদ পড়েছেন বিকল্প মশিউজ্জামান রুমেল।



জামালপুর-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ। নিরাশ হতে হচ্ছে বিকল্প নুর মোহাম্মদকে।



কিশোরগঞ্জ-১ আসনে নৌকা পাচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রার্থী হতে পারছেন না বিকল্প মশিউর রহমান হুমায়ুন।



ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লাকেই চূড়ান্তভাবে বেছে নিল আওয়ামী লীগ। বিকল্প ছিলেন মনিরুল ইসলাম মনু পেলেন না মনোনয়ন।



ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিম লড়বেন নৌকা নিয়ে। বিকল্প ছিলেন আবুল হাসনাতকে এটি জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ।



ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক লড়বেন ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে। বিকল্প প্রার্থী আবদুল কাদের খান পাননি মনোনয়ন।



চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীরই হচ্ছেন নৌকার মাঝি। এখানে বিকল্প ছিলেন গোলাম রহমান।



লক্ষ্মীপুর-৩ আসনে এ কে এম শাহজাহান কামাল ভোটে লড়বেন দলের হয়ে। এখানে বিকল্প ছিলেন গোলাম ফারুক টিংকু।



বিকল্পদের মধ্যে যারা পাচ্ছেন নৌকা



রংপুর-৬ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনার বদলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী লড়বেন নৌকা নিয়ে।



জামালপুর-৫ আসনে মূল প্রার্থী রেজাউল করিম হীরার জায়গায় বিকল্প প্রার্থী মোজাফফর হোসেন পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন।



চাঁদপুর-২ আসনে মূল প্রার্থী ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বাদ দিয়ে বিকল্প নুরুল আমিনকে দেওয়া হচ্ছে নৌকা।



চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগ বেছে নিয়েছে শফিকুর রহমানকে। তিনি প্রথমে মনোনয়ন পাননি। মূল প্রার্থী ছিলেন শামসুল হক ভুঁইয়া। পরে শফিকুরকেও দেওয়া হয় মনোনয়ন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top