হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৮ ১২:২৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৩১

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

যেন লড়াই করেই প্রার্থিতা ফিরিয়ে এনেছেন হিরো আলম। তাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



 



হিরো আলমের রিটের বিপরীতে আজ সোমবার হাইকোর্ট এ নির্দেশনা দেন।



 



গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।



 



এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে তিনি উচ্চ আদালতে যান।



 



গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম  বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।



 



তিনি আরও বলেছিলেন,  রাজারা চায় না প্রজারা রাজা হোক।



 



প্রার্থিতা ফিরে পেতে গতকাল রোববার তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top