হর্ষবর্ধন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন , বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা
প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০১৮ ১৩:১০
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:০১

অভিজ্ঞ কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রিংলাকে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়োগ দিয়েছে ভারত। বৃহস্পতিবার তাকে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে তার স্থলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি দাস। রিভা বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুতই তারা দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
হর্ষবর্ধন শ্রিংলা ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়োগ পাওয়ার আগে বাংলাদেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে ঢাকায় এ দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: