খালিদ মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণায় সিডনি আওয়ামী লীগ নেতৃবৃন্দ
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০১৮ ১৫:০৩
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৯

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর প্রচারণায় অংশ নিয়েছেন সিডনি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফয়সাল আজাদ ও সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরূপ। ২৭ তারিখ সারাদিন দিনাজপুরের (বিরল-বোচাগঞ্জ) উপজেলায় প্রচণ্ড শীতের মধ্যে এ নির্বাচনী প্রচারণা চালান তারা।
টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে লড়ছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি এর আগে নবম ও দশম সংসদে এই আসন থেকে এমপি নির্বাচিত হন।
পরে সিডনি আওয়ামী লীগ নেতৃবৃন্দ খালিদ মাহমুদ চৌধুরী সাথে স্হানীয় একটি সমাবেশে যোগ দেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ১০ বছরে বিরল-বোচাগঞ্জবাসীর সঙ্গে সুখে-দুঃখে পাশে থাকার যে বন্ধন সৃষ্টি হয়েছে তা চিরদিনের বন্ধন। সবার ভালোবাসায় এ বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে সমর্থন দেবেন। আমি আগামী পাঁচ বছর আপনাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার নিরাপত্তা দেব; যেভাবে গত ১০ বছর নিরাপত্তা দিয়েছি।
তিনি আরও বলেন, নানা ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এ ধারাবাহিকতা বজায় রাখলে ২০২১ সালে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অব্যাহত উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও দেশের দায়িত্ব দিতে হবে। তিনি দেশকে নিয়ে ভাবেন এবং দেশের মানুষের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। নৌকা মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এই সময় তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে তার নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার জন্য ফয়সাল আজাদ ও আইজিদ আরাফাত অরূপকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: