রাজশাহীতে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৭

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোহনপুর উপজেলায় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে মিরাজ উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে মোহনপুরের পাকুন্দিয়া বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: