আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশিত:
২ জানুয়ারী ২০১৯ ২২:৪৪

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৫

আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত  ২ জানুয়ারি বুধবার রাতে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া যুবলীগ, সেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার নেতৃবন্দ  ফুলেল  শুভেচ্ছা জানান। 





এই সময় নেতৃবৃন্দ বলেন, আপনারর দূরদর্শী নেতৃত্বের ফলে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করেছেন। যা বাংলাদেশের ৪৭ বছরের এক অনন্য ইতিহাস। ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি, এই বিজয়ে আপনাকে শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন আমাদের মাঝে



এই সময় আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও  বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক,  আওয়ামী  লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লা, আওয়ামী  লীগ  অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার, আওয়ামী  লীগ সিডনি শাখার  সাধারন সম্পাদক ফয়সাল আজাদ,  মেলবোর্ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা রাশেদুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top