৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকরা পাবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা
প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০১৯ ২২:০১
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৩:১৭

এক বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে সরকার। বুধবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের কথা জানান মন্ত্রী।
আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে এটি অন্যতম ছিল বলেও জানান তিনি।
গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকারের গঠনের পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেক মন্ত্রণালয়কে অগ্রাধিকারভিত্তিক একশো দিনের কর্মসূচি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নিজ মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় তিনি বলেন, দেশে ১ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, এক বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার সুযোগ সৃষ্টির। আগামী পাঁচ বছরের মধ্যে এ বিষয়টির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যখাতে সিন্ডিকেটের সংস্কৃতি ভেঙে দিয়ে চিকিৎসা সেবার মান বাড়ানোর আশ্বাস দিলেন মন্ত্রী।
তিনি বলেন, আমি বিশ্বাস করি তদারকি এবং নেটওয়ার্কিং বৃদ্ধি করা গেলে স্বাস্থ্যসেবার মান বাড়ানো সম্ভব হবে।
দেশের বিভাগীয় শহরগুলোতে নতুন নতুন হাসপাতাল স্থাপনও গুরুত্ব পাবে এ কর্মসূচিতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: