দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০১৯ ২১:১৫
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৩:২৬

অতীতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়া তাবলিগের দুই পক্ষ আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে একসঙ্গে ইজতেমা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজকে দুই পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। একটা হলো মাওলানা ওয়াশেখের নেতৃত্বে। আরেকটি হল মাওলানা জুবায়েরের নেতৃত্বে। দুই পক্ষের সবাই এখানে উপস্থিত ছিলেন। এতক্ষণ খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হলো আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গিতে বিশ্ব ইজতেমা হবে। দুই পক্ষই একত্রে এই ইজতেমা করবে।
তবে ইজতেমা কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে আরেকটি সভা হবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন, ইজতেমা কবে, কখন এবং কিভাবে হবে সেই সভাতেই সিদ্ধান্ত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মাওলানা সাদ এই ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইজতেমা দুইবারে নাকি একবারেই সম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। সারাদেশে যে গোলযোগ হচ্ছে সেটি কাম্য নয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: