বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, কারা আছেন তালিকায়


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, কারা আছেন তালিকায়

চলতি বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেছে বিসিবি। এ বছর এ প্লাস (A+) গ্রেড গ্যাটাগোরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। গত বছরের চুক্তিতে এ (A) ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ।



এ বছর এ (A) গ্রেড ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। আগের বছর মূল চুক্তিতে ছিলেন দশ জন। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুল কায়েস এবং লিটন দাস।



আগের বছরের রুকি ক্যাটাগরিতে থাকা আবু হায়দার রনি এবারও আছেন একই ক্যাটাগরিতে। তবে রুকি ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন নাজমুল হাসান শান্ত। আর নতুন যুক্ত হয়েছেন চার জন- পেসার আবু জায়েদ রা‌হি, খা‌লিদ আহমেদ, মোহম্মদ সাইফু‌দ্দিন এবং স্পিনার নাঈম হাসান।



প্লেয়ার গ্রেড



১. মাশরাফি     ‘এ’+

২. সাকিব আল হাসান     ‘এ’+

৩. তামিম ইকবাল     ‘এ’+

৪. মুশফিকুর রহিম       ‘এ’+

৫. মাহমুদুল্লাহ রিয়াদ       ‘এ’+

৬. ইমরুল কায়েস       ‘এ’

৭. মোস্তাফিজুর রহমান     ‘এ’

৮. রুবেল হোসেন       ‘এ’

৯. মুমিনুল হক          ‘বি’

১০. লিটন দাস          ‘বি’

১১. মেহেদী হাসান মিরাজ   ‘বি’

১২. তাইজুল ইসলাম        ‘বি’

১৩. আবু হায়দার রনি     ‘রুকি’

১৪. আবু জায়েদ রাহি       ‘রুকি’

১৫. মোহাম্মদ সাইফুদ্দিন    ‘রুকি’

১৬. নাঈম হাসান             ‘রুকি’

১৭. সৈয়দ খালেদ আহমেদ   ‘রুকি’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top