বাংলাদেশে একসঙ্গে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ, ইসলামের ইতিহাসেও রেকর্ড
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৭

১৬২টি মডেল মসজিদ নির্মাণে স্থানীয় সরকার বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহার সংক্রান্ত এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সরকারি সহায়তায় একসঙ্গে এতো মসজিদ নির্মাণ এই প্রথম। ইসলামের ইতিহাসেও এটি রেকর্ড।
‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহারে স্থানীয় সরকার বিভাগ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা-স্মারক স্বাক্ষর হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, প্রথমে সৌদি সরকার আর্থিক সহায়তার আশ্বাস দিলেও এখন সম্পূর্ণ সরকারি টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: