বাংলাদেশে একসঙ্গে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ, ইসলামের ইতিহাসেও রেকর্ড


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৪৭

বাংলাদেশে একসঙ্গে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ, ইসলামের ইতিহাসেও রেকর্ড

১৬২টি মডেল মসজিদ নির্মাণে স্থানীয় সরকার বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।



রবিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহার সংক্রান্ত এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সরকারি সহায়তায় একসঙ্গে এতো মসজিদ নির্মাণ এই প্রথম। ইসলামের ইতিহাসেও এটি রেকর্ড।





 

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহারে স্থানীয় সরকার বিভাগ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা-স্মারক স্বাক্ষর হয়েছে।



ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, প্রথমে সৌদি সরকার আর্থিক সহায়তার আশ্বাস দিলেও এখন সম্পূর্ণ সরকারি টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top