প্রতি বছর যুদ্ধে মারা যায় এক লাখ শিশু


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৪

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:০৭

প্রতি বছর যুদ্ধে মারা যায় এক লাখ শিশু

বিশ্বে যুদ্ধ এবং হানাহানির প্রভাবে প্রতিবছর মারা যায় প্রায় এক লাখ শিশু। সাম্প্রতিক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে ৫ লাখ শিশু।



শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে সেভ দ্য চিল্ড্রেন ইন্টারন্যাশনাল। জার্মানির মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।



পরিসংখ্যানে প্রকাশ, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু। পাঁচ বছরে যে পাঁচ লাখ শিশু মারা গেছে, তার কারণ যুদ্ধ এবং এর পরবর্তী প্রভাব যেমন- খাদ্যাভাব, চিকিৎসার অভাব, স্বাস্থ্য সুবিধার অভাব, স্যানিটেশন ব্যবস্থার অভাব এবং ত্রাণ সামগ্রীর অভাব।



 



এছাড়া বিশ্বের নানা দেশে যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের অপহরণ করে যৌন নির্যাতন এবং হত্যা ও বিকলাঙ্গ করে দেওয়ার নজির রয়েছে অসংখ্য।



সেভ দ্য চিল্ড্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলে থর্নিং-স্কিমিড বলেন, শিশুহত্যা এবং এদের বিকলাঙ্গ করে দেওয়ার পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top