ক্ষেপণাস্ত্র দিয়ে তৈরি বাড়ি
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:১৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫৫

বাড়ির ছাদে পরতে পরতে সাজানো ক্ষেপণাস্ত্র। এ ঘরে সুখেই সংসার করছিলেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কয়জলাবাদ গ্রামের বাসিন্দা ইজাতুল্লাহ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ক্ষেপণাস্ত্রের তৈরি বাড়িতে রয়েছেন তিনি।
ইজাতুল্লাহ জানান, ‘বাড়ির ছাদের ব্যবহৃত রকেটগুলো আশির দশকে নিয়ে আসে রুশ সেনাবাহিনী। তারা চলে গেলে বাড়ি তৈরির জন্য আর্থিক সামর্থ্য না থাকায় পরিত্যক্ত সেনাঘাঁটিতে মজুদ অস্ত্রশস্ত্র সেই কাজে লাগানো হয়।’
বিষয়টি বিদেশি এক পর্যটকের নজরে এলে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। বাসিন্দাদের সচেতন করার পর বাড়ি থেকে প্রায় ৪০০ রকেট সরিয়ে ফেলা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: