সোহেল তাজের ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেন ডাবলু
প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৪
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ।
সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসটি বিডিমর্নিং পাঠকদের জন্য তুলে ধরা হল-
‘আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) গতকাল শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)। আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয়।’
উল্লেখ্য, ‘জীবনে আর রাজনীতি করবেন না’ এমন ঘোষণা দেয়া সোহেল তাজ একাদশ সংসদ নির্বাচনে বোনের পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। সোহেল তাজের সরব প্রচার ও কৌশলে গাজীপুর-৪ আসনে বোন সিমিন হোসেন রিমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।সোহেল তাজও কাপাসিয়াবাসীর কাছাকাছি পৌছেন। অনেক দিন পর তাকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে যান।এতে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে, ফের রাজনীতিতে আসছেন সোহেল তাজ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: