জামায়াতকে মুক্তিযুদ্ধবিরোধী আখ্যা দিয়ে আরও ৪ নেতার পদত্যাগ


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:১০

জামায়াতকে মুক্তিযুদ্ধবিরোধী আখ্যা দিয়ে আরও ৪ নেতার পদত্যাগ

একের পর এক পদত্যাগ করছেন জামায়াত নেতারা। এবার গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করলেন স্থানীয় চার নেতা।



আজ ১৮ ফেব্রুয়ারি, সোমবার সংবাদ সম্মেলন করে তারা জামায়াতকে ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী চার নেতা হলেন- সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড শাখার সদস্য আলিম উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি রফিকুল ইসলাম বাদল।



সংবাদ সম্মেলনে নেতারা জানান, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতিতে জড়িত।তারা উপলব্ধি করতে পেরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল। দলটি এখনও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত।



এ কারণে তারা দলটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top