পেশাগত উন্নয়নের লক্ষ্যে মিরপুর ক্লাবের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৩

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫০

পেশাগত উন্নয়নের লক্ষ্যে মিরপুর ক্লাবের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পেশাগত উন্নয়নের লক্ষ্যে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন হলে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাপ্লায়িং গুড টু গ্রেট’ শিরোনামে দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১০০ জন অংশ নেন।



মিরপুর ক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নানাবিধ উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই ধারায় মিরপুর ক্লাব লিমিটেডও নানা কর্মসূচি আয়োজন করনে আসছে বলে জানায় ক্লাবের উদ্যোক্তারা।



কর্মশালার শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরপুর ক্লাব এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এম গোলাম সবুর এফসিএমএ। তারপরে ক্লাব প্রেসিডেন্ট ও কর্মশালা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম মাহাবুব আলম কর্মশালার কার্যক্রম শুরু করেন।



কর্মশালার বিভিন্ন অংশে পেশাগত উন্নয়নমূলক নানা আলোচনার পাশাপাশি ক্লাবের নতুন ও পুরাতন সব সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এমডি এ কে এম শিরিন, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর দেব দুলাল রয়, সাউথ ইস্ট ব্যাংকের এএমডি এস এম মাইনুদ্দিন চৌধুরী, সিটি ব্যাংকের ডিএমডি মাহবুবুর রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, গবেষক, দায়িত্বশীল উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, উদ্যোক্তা, সুদক্ষ পেশাজীবীগণ।



মিরপুর ক্লাব প্রচলিত ধারণার ক্লাব কনসেপ্টের বাইরের একটি প্রতিষ্ঠান। যেখানে পেশাজীবী ও উদ্যোক্তাদের সরাসরি নেতৃত্ব ও অংশগ্রহণে নানাধরণের বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top