সিসি ক্যামেরায় চুড়িহাট্টায় বিস্ফোরণের ভিডিও


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫২

সিসি ক্যামেরায় চুড়িহাট্টায় বিস্ফোরণের ভিডিও

রাত সাড়ে ১০টার একটু বেশি বাজে। চকবাজার চুড়িহাট্টার মোড়ের চারিদিকের গাড়ি, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন যানবাহনের জ্যাম লেগে ছিল। ঠিক তখনই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড।



 



রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় গত বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরুর সময়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 



 



হাজি ওয়াহেদ ম্যানসনের কাছে মসজিদের পাশে স্থাপিত সিসি ক্যামেরার থেকে পাওয়া ফুটেজে উঠে আসে সে সময়ের ভয়াবহ পরিস্থিতির চিত্র। 



 



২০ ফেব্রুয়ারি বুধবার রাতে স্থানীয়দের স্বাভাবিক চলাচলের সময়ই হঠাৎ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে। কেউ কিছু বুঝে না উঠার আগেই আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। 



 



ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের শুরুর সময়ে রাস্তায় চলাচলরত জনগণ ও ব্যবসায়ীরা এসময় জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। এই আগুনই পরবর্তীতে কয়েকটি ভবনে ছড়িয়ে পরলে ৬৭ জনের মৃত্যু হয়। 



 

{video-on}

অগ্নিদগ্ধ অনেকে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top