রাজধানীতে ‘আইস’ নামক মাদক তৈরির কারখানার সন্ধান


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:১০

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:১৯

রাজধানীতে ‘আইস’ নামক মাদক তৈরির কারখানার সন্ধান

রাজধানীর জিগাতলার একটি বাসায় ‌‘আইস’ নামক একটি মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।



গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঝিগাতলার ৬২ নম্বর বাড়িটিতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সেখানে আইস নামক উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি মাদক তৈরির কারখানার সন্ধান পায় তারা। পরে সেখান থেকে ২৯ গ্রাম আইস ও কয়েক কেজি আইস তৈরির কাঁচামাল জব্দ করা হয়।



অভিযানে নেতৃত্ব দেওয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশীদ আলম জানান, ইয়াবার চেয়ে শক্তিশালী একটি মাদক আইস। দেশে প্রথমবারের মতো এই মাদকের সন্ধান পাওয়া গেছে।





 

তিনি আরও বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি। এগুলো তৈরির মূল হোতা হাসিব। তিনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছেন। তার বাবার মতো তিনি মালয়েশিয়া গিয়েই ডিলার হয়েছেন এবং মাদকের সঙ্গে যুক্ত হন।’



মাদক তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top