বিমানবন্দরে নেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে


প্রকাশিত:
৪ মার্চ ২০১৯ ০৯:৩৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:২২

বিমানবন্দরে নেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিশেষ একটি অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে।



সোমবার (৪ মার্চ) সোয়া ৩টার পরে কাদেরকে নিয়ে আইসিইউ ও সিসিইউ সুবিধা সম্বলিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তাকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, সব ধরনের সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স করে ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সব ধরনের প্রটোকল সুবিধা তিনি পাচ্ছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top