নূর ছিনতাইকারী, মামলা হবে: গোলাম রাব্বানী


প্রকাশিত:
১১ মার্চ ২০১৯ ১৭:০৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৩৬

নূর ছিনতাইকারী, মামলা হবে: গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে রোকেয়া হলে ‘নাটক’ হয়েছে দাবি করে পুরো প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ছাত্রলীগ।



সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর মধুর ক্যান্টিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস প্রার্থী গোলাম রাব্বানী একথা বলেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ফাঁকা ব্যালট পাওয়া গেলেও এতে সংশ্লিষ্টদের কোনও দায় দেখছেন না তিনি। তবে এই ঘটনা প্রকাশ হওয়ার পর সেখানে গিয়ে এসব ব্যালট উদ্ধার নিয়ে কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নূর যা বলেছেন তাতে আপত্তি এই ছাত্রলীগ নেতার।



তিনি বলেছেন, ‘যা ঘটেছে তা মোটেই কাম্য ছিল না। ডাকসু নিয়ে এত স্বপ্ন ছিল, আমরা এতো শ্রম দিয়েছি। ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সেই স্বপ্ন ছিনতাই হয়েছে। নূর হচ্ছে সেই ছিনতাইকারী।



এর আগে গোলাম রাব্বানী রোকেয়া হলের সামনে গণমাধ্যমকে বলেন, “লিটন, নুর, রাশেদের প্রার্থিতা বাতিল করতে হবে, তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”



পরে মধুর ক্যান্টিনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনেও মামলা দায়ের করবেন বলে জানান ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জিএস প্রার্থী রাব্বানী।



তিনি বলেন, নির্বাচনে পরাজয় বুঝতে পেরে এক্সিট রুট খুঁজছিল ছাত্রদল, বাম সংগঠন, কোটা আন্দোলনকারীসহ অন্যরা। সেজন্য তারা এক জোট হয়ে নাটক মঞ্চস্থ করেছে। প্যানিক সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে ভোট ব্যাহত করতে চেয়েছিল, তবে তাদের প্রতিহত করা হয়েছে। এটা ডাকসুর অতীত ইতিহাসেও ছিল, ছাত্রলীগ একদিকে এবং বাকি সবাই একদিকে।



কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের ভিপি প্রার্থী নূরুল হক নূর রোকেয়া হলে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়ে রাব্বানী বলেন, তিনি হিট স্ট্রোক করে থাকতে পারেন, রাতে ঘুমও হয়তো কম হয়েছে।



ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী দাবি করেন, রোকেয়া হলে নূরের উপর কোনো হামলা হয়নি। তারা ছিল ৪০ জন, আমরা ছিলাম ২ জন। খালি ব্যালট পেপার নিয়ে এসেছে সেখানে; সিল ছিল না। যখন নূর ধরা খেয়েছে, তখন অভিনয় করে ফিট হয়ে পড়ে গেল। …এটা নাটক।”



কুয়েত মৈত্রী হলসহ বিভিন্ন ঘটনায় ভোট দিতে না পারা এবং বাধা দেওয়া হয়েছে বলে সাংবাদিকরা প্রশ্ন করলে রাব্বানী বলেন, ‘কোন হলে কাকে বাধা দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা শতভাগ ভোট কাস্ট হোক সেটা চেয়েছি। সবাই যেন ভোট দিতে পারে সেজন্য আমরা আন্তরিক ছিলাম। যেখানেই অভিযোগ শুনেছি, আমরা ছুটে গিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top