শোভনের সঙ্গে ছবি তুলবো না: অরণি
প্রকাশিত:
১৩ মার্চ ২০১৯ ০৬:৩০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে শুভেচ্ছা জানাতে পারলেও স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভনকে ফিরিয়ে দিয়ে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলবো না।
অরণি সেমন্তি খান বলেন, রোকেয়া হলের ঘটনার সময়ে শোভনকে সরাসরি নির্দেশ দিতে দেখেছি। আমরা যে প্যানেলগুলো নির্বাচন বর্জন করেছিলাম, তাদের মিটিং চলছিলো তখন ছাত্রলীগের পক্ষ থেকে শোভন আসে। তিনি নুরের সঙ্গে কুশল বিনিময় করতে যায়, তারপর আমার কাছে আসে। বলে, হ্যাঁ কথা বলবো ছবি তুলবো।
আমি তখন তাকে বলি, গতকাল রোকেয়া হলে যে হামলা হয়েছে, সেটার নেতৃত্ব আপনি দিয়েছেন। আমার কাছে ভিডিও আছে। বলেছেন, ওকে মার, ওকে ধর। এরপর তো কথা বলাতো কি ছবি তোলার প্রশ্নই আসে না। আমি তাকে বলেছি সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলবো না।
অরণি যোগ করেন, গতকাল মারার কথা বলার পর আজ দেখা করতে আসার সৌহার্দ্য কতটুকু গ্রহণযোগ্য সেটা আমার আদর্শে ধরে না। নির্বাচনের আগে পরে আমরা অনেক মিষ্টি কথা শুনতে পাই। সেসবে ভুলতে চাইনা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: