মাননীয় প্রধানমন্ত্রী নবনির্মিত বিজিএমইএ কমপ্লেক্স এবং বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ এর শুভ উদ্বোধন করলেন
প্রকাশিত:
৬ এপ্রিল ২০১৯ ০৪:১৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৫৮

৩ এপ্রিল ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উত্তরায় নবনির্মিত বিজিএমইএ কমপ্লেক্স এবং দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
উত্তরায় বিজিএমইএ’র নবনির্মিত ভবনটি উদ্বোধনের সময় গনভবনে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সাবেক সাবেক সভাপতি ও সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী এম.পি, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর সভাপতি জনাব মোঃ আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যদিকে, উত্তরার নতুন ভবনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান, প্রথম সহ-সভাপতি জনাব মোঃ মঈনউদ্দিন আহমেদ মিন্টু, সহ-সভাপতি জনাব এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) জনাব মোহাম্মদ নাছির, সহ-সভাপতি জনাব মাহমুদ হাসান খান (বাবু), বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজী এর ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দিক, বিজিএমইএ’র আসন্ন নির্বাচনের সম্মিলিত-ফোরাম প্যানেল এর লিডার ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাবা রুবানা হকসহ বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ভিডিও কনফারেন্সে বিজিএমইএ সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান উত্তরায় নবনির্মিত ভবন উদ্বোধন, ভবন নির্মানের জন্য দ্রুততম সময়ের মধ্যে বিজিএমইএ’কে উত্তরার ১৭ নম্বর সেক্টরে অর্ধেক মূল্যে ১১০ কাঠা জমি বরাদ্দদান ও ভবন নির্মানে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সমগ্র পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৭ সালের ৩০ অক্টোবর জমি রেজিষ্ট্রেশনের পরপরই বিজিএমইএ অত্যন্ত দ্রুততার সাথে নতুন ভবন নির্মানের কাজ শুরু করে। বিজিএমইএ মনে করে, উত্তরায় বিজিএমইএ এর নতুন ভবন স্থাপনের মধ্য দিয়ে পোশাক শিল্পের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: