নৈশপ্রহরী চোখে সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষের যত অপকর্ম


প্রকাশিত:
১১ এপ্রিল ২০১৯ ১১:০৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৫১

নৈশপ্রহরী চোখে সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষের যত অপকর্ম

অনেক অপকর্মের হোতা ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। তার এসব অপকর্মের সাক্ষী নৈশপ্রহরী মো. মোস্তফা। নুসরাত হত্যার পর অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছেন ওই প্রহরী।



৬ এপ্রিল অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাতকে উদ্ধার করতে আসা দুজনের একজন হলেন মাদ্রাসার নৈশপ্রহরী মো. মোস্তফা। পুলিশের একজন সদস্যকে নিয়ে ওই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন মোস্তফা।



তিনি বলেন, ‘অধ্যক্ষ সিরাজ উদ দৌলা পরপর দুটি শ্লীলতাহানির ঘটনায় ধরা পড়েছেন। এর আগেও নিজ দপ্তরে তাকে একাধিকবার মেয়েদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছি। দেখে ফেলায় তিনি আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেন। একবার তিনি প্রশ্ন করেছিলেন, ‘পাথরের সঙ্গে কপাল ঠুকলে মাথা ফাটবে, নাকি পাথর ফাটবে?’ আমি বলেছিলাম মাথাই ফাটবে।’



মোস্তফা আরও বলেন, ‘অধ্যক্ষের দপ্তর ছিল নিচতলায়। মেয়েদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা একাধিকবার আমার চোখে পড়েছে। তখন ‘সাপ ঢুকেছে, নিচতলার দপ্তর নিরাপদ নয়’ বলে পাশের ভবনের দ্বিতীয় তলায় তিনি দপ্তর স্থানান্তর করেন।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top