অধ্যক্ষ সিরাজদ্দৌলা মাদ্রাসার টাকা নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন
প্রকাশিত:
১৩ এপ্রিল ২০১৯ ১৮:০১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৫৩

ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজদ্দৌলা মাদ্রাসার লাখ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। ফেনী শহরের তিন তলা বাড়ি ও নামে বেনামে কয়েক একর জমির রয়েছে তার নামে।
জেলার স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক অপকর্ম করেছেন। মাদ্রাসার ছাত্রীদের প্রতিনিয়ত হয়রানি করেছেন। মাদ্রাসা কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
স্থানীয় সূত্র জানা গেছে, সোনাগাজীর সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে বাজার সংলগ্ন তিন তলা মার্কেট রয়েছে। এই মার্কেটে ব্যাংক, বীমা এবং বিভিন্ন দোকান রয়েছে। প্রতি মাসে এখান থেকে লাখ লাখ টাকা মাদ্রাসার ফান্ডে জমা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: