ঢাকায় মাল্টিব্র্যান্ড স্টোর ‘আভাঞ্জা’


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০১৯ ১৫:১৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:৫৬

ঢাকায় মাল্টিব্র্যান্ড স্টোর ‘আভাঞ্জা’

অস্ট্রেলিয়াতে যেমন মায়ার বা ডেভিড জোন্সের মত মাল্টি ব্র্যান্ডের স্টোর দেখা যায়, বাংলাদেশে এই রকম কনসেপ্ট নিয়ে কোন স্টোর গড়ে উঠে নি। বাংলাদেশের অন্যতম ফ্যাশন ডিজাইনার এবং কোরাল ক্লসেটের কর্নধার রুপো শামস এবার সেই কনসেপ্টকে বাস্তবাতার রুপ দিলেন। রাজধানীর বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় মাল্টিব্র্যান্ড স্টোরআভাঞ্জা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ৩০ মার্চ বিকেলে। হাজার স্কয়ার ফিট আয়তনের মাল্টিব্র্যান্ড এই স্টোরে মিলবে জনপ্রিয়৫ জন ডিজাইনারের ডিজাইনকৃত পোশাক, গিফট আইটেম, হোম ডেকর, অর্গানিক সোপ, হেয়ার প্রোডাক্ট ব্র্যান্ড, বাহারি ডিজাইনের ক্যান্ডেলসহ প্রয়োজনীয়সামগ্রী। মাল্টিব্র্যান্ড স্টোরআভাঞ্জা ফাউন্ডার ফ্যাশন ডিজাইনার রুপো শামস বলেন, ‘আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল একই ছাদের নিচে অনেকগুলো ব্র্যান্ড নিয়েআউটলেট করার। সেই তাগিদ থেকেই এই আয়োজন। মূলত ক্রেতাদের সুবিধার কথা ভেবেই আমি এই স্টোর করেছি। ক্রেতারা যেন হাতের কাছে একই জায়গায়তাদের পছন্দের জিনিসগুলো পান, সেই প্রত্যাশা থেকেই আমি সব সময় কাজ করে আসছি।





জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিহিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাশিদ কামাল স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top