সুলতানা- কবির -মুনতাসিরকে হত্যার হুমকি


প্রকাশিত:
৫ মে ২০১৯ ০৩:৫৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৩৭

সুলতানা- কবির -মুনতাসিরকে হত্যার হুমকি

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ জন্য নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল। 



শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডি থানায় জিডিটি লিপিবদ্ধ হয়। জিডি নম্বর ১৭১। জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।



আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।



পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।



এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় নিরাপত্তা চেয়ে সুলতানা কামাল জিডি করেছেন। তার জিডির পরিপেক্ষিতে আমরা তার নিরাপত্তা জোরদার ও তার বাড়ির আশেপাহসে পুলিশ মোতায়েন করেছি।



ওই অনলাইন পত্রিকার নিউজে সুলতানা কামালসহ শাহরিয়ার কবির ও মুনতাসির মামুনেরও নাম রয়েছে বলে জানান ওসি। 



এ ব্যাপারে সুলতানা কামাল  বলেন, ‘হুমকি পাওয়ার পর ধানমন্ডি থানায় জিডি করেছি। এ বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top