অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান


প্রকাশিত:
২৫ মে ২০১৯ ১৬:১৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:২৪

অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান

অভিবাসন খাত নিয়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সাতটি ক্যাটাগরিতে ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮ দেয়া হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন সাংবাদিককে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম,এমপি। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ’র কো-অর্ডিনেশন প্রধান ডুয়্যর্ট বোস, আন্তর্জাতিক অভিবাসন বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগাওরি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল ইসলাম হাসান, বেসরকারি সংগঠনের বিভিন্ন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

পুরস্কার প্রাপ্তির পর বাংলাদেশ বেতারের মো মোস্তাফিজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। নিরাপদ অভিবাসন বিষয়ে ‘স্বপ্নযাত্রা’ শিরোনামে তিন পর্বের জনসচেতনতামূলক প্রামাণ্য প্রতিবেদনের জন্যে রেডিও ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছি। বৈধভাবে বিদেশ যেতে একজন অভিবাসী কোথায় যোগাযোগ করবে, কত টাকা লাগবে, কিভাবে সঠিক রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে, কোথায় প্রশিক্ষণ নিবে এসব তথ্যাদি ছাড়াও উপকারভোগীর কথা, ভূক্তভোগীর কথা, মানবপাচার রোধে কী করণীয় ইত্যাদি তথ্য তুলে ধরা হয় ধারাবাহিক প্রতিবেদনে। পুরস্কার প্রাপ্তিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিভিন্ন সাক্ষাৎকার প্রধানকারী ব্যাক্তিদের, বিচারক মন্ডলীদের, ব্র্যাক কর্তৃপক্ষকে, প্রতিবেদক-মোঃ মিজানুর রহমান, উপস্থাপিকা-লুবনা আক্তার, সম্পাদক- মাহমুদ রেজা এবং সার্বিক নির্দেশনা প্রদানকারী আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল স্যারকে।

ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top