আজ চাঁদ দেখা গেলে বুধবার ঈদ
প্রকাশিত:
৪ জুন ২০১৯ ২২:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:২২

বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) জানিয়েছে, সোমবার (৩ জুন) নতুন চাঁদের জন্ম হবে। এদিন বিকেল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগংশে অবস্থান করবে। তবে আজ চাঁদ দেখা যাবে না।
তবে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উপরে ২৮৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৫৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ২৯৪ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।
এই সময় চাঁদের ১% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যেতে পারে। যদি কাল চাঁদ দেখা যায় তবে পরশু অর্থাৎ বুধবার (৫ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে।
এদিকে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য মঙ্গলবার বিকেল থেকেই সারা দেশে মুসলমানরা আকাশের দিকে চোখ রাখবেন। যদি কাল চাঁদ দেখা না যায় তবে ঈদ হবে বৃহস্পতিবার (৬ জুন)।
আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। ২৯ রোজা হলে ঈদ বুধবার আর রোজা ৩০ হলে ঈদ হবে বৃহস্পতিবার।
সিয়াম সাধনার সাথে সংযম, তারাবি, যাকাত, ফিতরা আদায় করে মহান আলস্নাহ তায়ালার ক্ষমা পাওয়ার আনন্দই হচ্ছে ঈদুল ফিতর। আর এই আনন্দের সঙ্গে মুসলিম বিশ্বের শান্তি কামনাও থাকবে। দারিদ্র্য, শোষণ, জুলুম, হিংসা ও সন্ত্রাসের অসিত্মত্ব শেষ হবে এই কামনাও করা হবে ঈদেও জামাতের বিশেষ মোনাজাতে।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছাবাণী দিয়েছেন।
ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের পুরো এক মাস রোজা পালন করে ঈদের জামাত নামাজ আদায়ের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষণা দিয়েছে। বৈরি আবহাওয়ার কারণে ওই সময়ে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় বায়তুল মোকররম মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।
রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। ঈদগাহে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: