ভ্যাকসিনের প্রতি আস্থা রাখে এমন দেশগুলোর শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত:
২০ জুন ২০১৯ ১৫:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

ভ্যাকসিনের প্রতি আস্থা রাখে এমন দেশগুলোর  শীর্ষে বাংলাদেশ

স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে জনসাধারণের দৃষ্টিভঙ্গি জানতে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রতি আস্থা রাখে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ ও রুয়ান্ড। আর টিকায় সবচেয়ে কম আস্থা রাখেন ফ্রান্সের মানুষ। 



বাংলাদেশ ও রুয়ান্ডার মানুষ সম্মত হয়েছে যে, টিকা নিরাপদ, কার্যকর এবং শিশুদের জন্য গুরুত্বপূর্ণ।



টিকা সম্পর্কিত সর্বনিম্ন আস্থা মাত্রা পশ্চিম ইউরোপে। যেখানে এক পঞ্চমাংশ (২২ শতাংশ) মানুষ মনে করে ভ্যাকসিনগুলি নিরাপদ নয়। পূর্ব ইউরোপে এ হার ১৭ শতাংশ।



গবেষণায় নেতৃত্ব দেয়া সংস্থা ওয়েলকামের জনসংযোগের প্রধান ইমরান খান এএফপিকে বলেন, ‘‘আমি অনুমান করছি এই ফলাফল সন্তুষ্টি দ্বারা প্রভাবিত।



তিনি বলেন, ‘‘যদি আপনি ভ্যাকসিনে খুব বেশি আস্থা রয়েছে এমন দেশগুলিকে দেখেন, যেমন বাংলাদেশ ও মিশর, এগুলি এমন এলাকায় অবস্থিত যেখানে সংক্রামক রোগ সর্বোচ্চ। তারা দেখেছে, টিকা না নিলে কী হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top