বৃক্ষমানব যন্ত্রনা থেকে বাঁচতে হাত কেটে ফেলবেন


প্রকাশিত:
২৩ জুন ২০১৯ ০৭:১৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

বৃক্ষমানব যন্ত্রনা থেকে বাঁচতে হাত কেটে ফেলবেন

এক বিরল রোগে আক্রন্ত আবুল বাজানদার। তিনি বৃক্ষমানবে পরিনত হয়েছেন। তার দুই হাত ও শরীর গাছের আকৃতির হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপতালে এর আগে অপারেশন করা হয়েছিলো। কিছুদিন সুস্থ থাকার পর আগের অবস্থায় ফিরে এসেছে। সেইসঙ্গে বেড়েছে হাত পায়ের যন্ত্রণা। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হাতের কব্জি থেকে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।



আবুল বাজানদার বলেছেন, আবারো অপারেশন করে হাতের শেকড় কেটে বাদ দিবে ডাক্তাররা। কিন্তু সেটাতো কোনো স্থায়ী সমাধান না। আর বার বার অপারেশন করা সম্ভব না। আমি এই হাত দিয়ে কিছু করতে পারিনা, উল্টো আমাকে কষ্ট পেতে হচ্ছে, যন্ত্রনায় ভুগছি।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একজন রোগীর কথায় তারা হাত কাঁটা সম্ভব না। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগাবো। রোগী যদি হাত কেটে ফেলতে চায় সেটাতো আমরা করতে পারিনা। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী রোগীর যেটা ভালো হয় সেটাই করবো।



আবুল বাজানদারের হাত কাটার ব্যাপারে ডাক্তাররা কোনো সিদ্ধান্ত নেয়নি। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top